নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক হাসান আজিজুল হক। আজ রাতে রাজশাহিতে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি, তৎকালীন অবিভক্ত বাংলার বর্ধমানের যবগ্রামে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটান। শিক্ষকতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। বাংলাদেশে বিবিধ সম্মান ও পুরস্কার পাওয়ার পাশাপাশি, ২০০৮ সালে ‘আগুনপাখি’ উপন্যাসের জন্য পান আনন্দ পুরস্কার। ২০১৯ সালে তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়।