আক্কি ম্যাজিকে হলমুখী দর্শক

author-image
Harmeet
New Update
আক্কি ম্যাজিকে হলমুখী দর্শক

নিজস্ব সংবাদদাতাঃ প্রায় দু-বছর ধরে আটকে ছিল ‘সূর্যবংশী’র মুক্তি। করোনার জেরে বার বার পিছিয়েছে এই ছবির মুক্তির তারিখ। কিন্তু পরিচালক তথা ছবির সহ-প্রযোজক রোহিত শেট্টি স্পষ্ট জানিয়েছিলেন একমাত্র বড় পর্দাতেই মুক্তি পাবে এই ছবি। দেশের বেশিরভাগ রাজ্যে সেপ্টেম্বরে হল খুললেও তালাবন্ধই ছিল মহারাষ্ট্রের সিনেমা হল। তাই আরও অপেক্ষা বাড়ে টিম সূর্যবংশী'র। অবশেষে সব বাধা কাটিয়ে গত ৫ই নভেম্বর মুক্তি পেয়েছে অক্ষয়-ক্যাটরিনা জুটির এই ছবি। এক দশকেরও বেশি সময় পর রুপোলি পর্দায় আক্কি-ক্যাট জুটির ম্যাজিক দেখতে হলমুখী দর্শক। দেশের বক্স অফিসে মুক্তির প্রথম ১০ দিনেই ১৫০ কোটির গণ্ডি পার করে ফেলল এই ছবি। হল খোলা থাকলেও এখনও ১০০ শতাংশ দর্শক আসার অনুমতি নেই, কোথাও ৫০% আবার কোনো রাজ্যে ৭০% দর্শক আসার অনুমতি রয়েছে হল মালিক, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের। তাই এই কালেকশন নিঃসন্দেহে  টিম সূর্যবংশী ছাড়াও হাসি ফুটিয়েছে ডিস্ট্রিবিউটার, হল মালিক, মাল্টিপ্লেক্স কর্তাদের মুখে।