আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন

author-image
Harmeet
New Update
আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন

হরি ঘোষ, লাউদোহা  : সোমবার দুর্গাপুর ফরিদপুর  ব্লকের গোগলা এলাকায় আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হল। অনুষ্ঠানের সূচনা হয় আদিবাসী নেতা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে ।

পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী গাঁওতাঁর সভাপতি দিলীপ সোরেন জানান , আদিবাসী নেতা বিরসা মুন্ডা ১৮৭৫ খ্রিস্টাব্দের ১৫ ই নভেম্বর জন্মগ্রহণ করেন। বীরসা মুন্ডা যেমন আদিবাসীদের উত্থানের জন্য লড়াই করেছিলেন ঠিক তেমনি সমানভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন। আদিবাসী দাউদা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দিলিপ বাবু জানান, বর্তমানে আদিবাসী সমাজ অবহেলিত। তাই আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং শিক্ষায় দীক্ষায় আদিবাসীদের শিক্ষিত করে তোলার জন্য প্রচেষ্ঠা । যে স্বপ্ন আদিবাসীদের জন্য আদিবাসী নেতা বিরসা মুন্ডা দেখেছিলেন , সেই স্বপ্নকে সফল করতেই তাঁর জন্মদিন উপলক্ষ্যে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আদিবাসীদের সংস্কৃতি আদিবাসী নৃত্য ও আরও নানান বিষয়ে আলোচনা হয়।