সৌমিত্র-স্মরণে আগলে রাখা ছবি পোস্ট বুম্বাদা'র

author-image
Harmeet
New Update
সৌমিত্র-স্মরণে আগলে রাখা ছবি পোস্ট বুম্বাদা'র

নিজস্ব সংবাদদাতাঃ তিনি নেই এক বছর। সকাল থেকেই বঙ্গের আকাশে মুখ ভার। আজ ১৫ নভেম্বর। ঠিক এক বছর আগে আজকের দিনে না ফেরার দেশে চলে গিয়েছেন সাংস্কৃতিক আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়। বহুমুখী প্রতিভার সম্ভার তিনি। একাধারে নাট্যকার, কবি, পরিচালক, চিত্রশিল্পী শুধু এতটুকুতেই শেষ নয়; পত্রিকা সম্পাদক, অভিনেতা হিসেবেও বাঙালির মনের মণিকোঠায় আজীবন জায়গা করে নিয়েছেন তিনি। কিংবদন্তী অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে পোস্ট করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পর্দার বাইরেও ব্যক্তিগত জীবনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে খুব কাছের সম্পর্ক ছিল প্রসেনজিৎ-এর। কিংবদন্তী অভিনেতার চলে যাওয়ার শোক তাই তাঁর কাছে পিতৃহারার শোকের মতোই। অভিনেতার মৃত্যুবার্ষিকীতে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবি পোস্টের পাশাপাশি আবেগঘন ক্যাপশনে লিখেছেন, ‘তোমায় নতুন করে কি বলব কাকু? তুমি পথপ্রদর্শক, ভরসার জায়গা, ভালোবাসার জায়গা। তোমার অভিনয় দক্ষতা নিয়ে আমি কি বা বলতে পারি? সেটা তো গোটা দুনিয়া জানে। ভালো থেকো সৌমিত্র কাকু’।