নিজস্ব সংবাদদাতাঃ ১৯শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে নিউজিল্যান্ড বনাম ভারতের টি-২০ সিরিজের ম্যাচ। সদ্য টি-২০ বিশ্বকাপের অধ্যায় শেষ করে আবারও শুরু হতে চলেছে টি-২০ সিরিজ। আর তারই প্রস্তুতি শুরু হতে চলেছে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে। এই গ্রিন পার্ক স্টেডিয়াম ঐতিহাসিক এক মাঠ। কিন্তু গত দুবছরে এই মাঠে কোনোরকম খেলা হয়নি। সামনের টি-২০ সিরিজের মাধ্যমে আবার প্রাণ ফিরে পাবে এই মাঠ।