নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কোরিয়ার মতাদর্শ, প্রযুক্তি এবং সংস্কৃতি বিকাশের লক্ষ্যে দেশটির ‘ত্রি-বিপ্লব’ আন্দোলন নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এটা হবে পঞ্চম সম্মেলন। এবারও উত্তর কোরীয় নেতা কিম জং উন থাকবেন কিনা, তা নিশ্চিত হয়নি। এর আগে ২০১৫, ২০০৬, ১৯৯৫ ও ১৯৮৬ সালে সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই তথ্য জানিয়েছে। খবরে বলা হচ্ছে, ত্রি-বিপ্লবের ৫ম সম্মেলনে অংশগ্রহণকারীদের অগ্রগামীরা, যারা বিপ্লব পরিচালনার ক্ষেত্রে বাস্তব উদাহরণ স্থাপন করেছিল, তারা আগের দিন পিয়ংইয়ংয়ে পৌঁছানোর কথা রয়েছে।ত্রি-বিপ্লব আন্দোলন হল একটি গণ-আন্দোলন, যা উত্তর কোরিয়ার প্রয়াত প্রতিষ্ঠাতা এবং বর্তমান নেতা কিম জং উনের দাদা কিম ইল সু এর অধীনে তৈরি হয়েছিল। প্রতিষ্ঠার পরেও আদর্শ, প্রযুক্তি এবং সংস্কৃতির ক্ষেত্রে বিপ্লব চালিয়ে যেতে ও সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ওই আন্দোলন গড়ে উঠেছিল।