সিবিএসই অফলাইন পরীক্ষা বাতিল?

author-image
Harmeet
New Update
সিবিএসই অফলাইন পরীক্ষা বাতিল?

নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে সিবিএসই পরীক্ষার প্রথম টার্ম যাতে অনলাইনে নেওয়া হয়, এই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ছয় পড়ুয়া। এই মামলার শুনানি আজ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বর এই পরীক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে। এর আগে করোনা আবহে বহু ছাত্র এবং অভিভাবক দাবি করছিলেন যাতে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস ১০, ১২ বোর্ড পরীক্ষার প্রথম টার্ম বাতিল করে। এই আবহে পরীক্ষা সংক্রান্ত শুনানি পিছিয়ে যাওয়ায় সিবিএসই-র পড়ুয়াদের অস্বস্তি আরও বাড়ল। কারণ আগামীকাল ১৬ নভেম্বর থেকেই অফলাইন মোডে পরীক্ষা শুরু হচ্ছে প্রথম টার্মের। এদিকে, সিবিএসই এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে ১৬ নভেম্বর থেকে ক্লাস ১০, ১২-এর টার্ম ১ পরীক্ষা অনুষ্ঠিত করার প্রস্তুতি চূড়ান্ত করেছে সিবিএসই। বোর্ড ইতিমধ্যেই টার্ম ১ পরীক্ষার সূচি প্রকাশ করেছে এবং অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা CBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট - cbse.gov.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে।