সূর্য থেকে দূরে সরছে Pluto

author-image
Harmeet
New Update
সূর্য থেকে দূরে সরছে Pluto

নিজস্ব সংবাদদাতাঃ ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে প্লুটোকে ঘিরে থাকা বায়ুমণ্ডল। আরও জানা গিয়েছে, সূর্য থেকেও ক্রমাগত দূরে সরছে প্লুটো।সম্প্রতি বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, প্লুটোর বায়ুমণ্ডল ক্রমশ বদলাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একাধিক স্থান থেকে টেলিস্কোপের মাধ্যমে প্লুটোকে পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। প্লুটোর অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলও তাঁরা মনোযোগের সঙ্গে নিরীক্ষণ করেছেন। প্রসঙ্গত, পৃথিবী থেকে ৪.৮ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে বরফাবৃত এই গ্রহাণুটি।