ব্রিটেনে করোনা আক্রান্ত পোষ্য সারমেয়

author-image
Harmeet
New Update
ব্রিটেনে করোনা আক্রান্ত পোষ্য সারমেয়

নিজস্ব সংবাদদাতাঃ  ব্রিটেনে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক। বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে একটি পোষ্য সারমেয়ও করোনা আক্রান্ত হল। ব্রিটেনের চিফ ভেটারিনারি অফিসার জানিয়েছেন, একটি পোষ্য সারমেয়র শরীরে করোনা ধরা পড়েছে। সারমেয়টি বাড়িতেই আছে। সে আপাতত স্থিতিশীল।



৩ নভেম্বর ওয়েব্রিজে অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি ল্যাবরেটরিতে সারমেয়টির করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় করোনা ধরা পড়ে। সারমেয়টির মালিক এর আগে করোনা আক্রান্ত হন। তাঁর মাধ্যমেই সারমেয়টি সংক্রমিত হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, সারমেয়টির মাধ্যমে তাঁর মালিক করোনা আক্রান্ত হয়েছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।