বাবর, রিজওয়ানদের আর দেখতে পারবে না ভারতের দর্শকরা, বন্ধ তাঁদের অ্যাকাউন্ট
‘তুমিই সেই মেয়ে…’, করিনাকে শুনতে হয়েছিল এমন কথা! এতদিনে প্রকাশ্যে আনলেন
"ইনি সেই সোনিয়া গান্ধী"...! সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির চার্জশিটে ক্ষুব্ধ এই নেতা
BREAKING: অভিষেক শর্মার ঝোড়ো ইনিংস কাজে আসেনি! হায়দ্রাবাদকে হারিয়েছে গুজরাট
তথ্য কেবল তথ্য, তাতে রাজনীতি যোগ করার মানে নেই!
পহেলগাঁও হামলা, সমগ্র বিরোধী দল এবার সরকারের পাশে, প্রয়োজন উপযুক্ত জবাব
জ্যোতির রেজাল্টে উজ্জ্বল চট্টোপাধ্যায় পরিবার
সাধারণ ঘর থেকে আকাশে ওড়ার স্বপ্ন দেখে দেবাদ্রিতা
অষ্টম স্থানাধিকারী উদিতা চায় আইআইটিতে পড়তে, আর কি চায় সে?

এই ডিসেম্বরে বড় পর্দায় টনিক

author-image
Harmeet
New Update
এই ডিসেম্বরে বড় পর্দায় টনিক

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ অপেক্ষার অবসান। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে দেবের আসন্ন ছবি 'টনিক'। ছবিতে অভিনয় করেছেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া প্রমুখ। প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে যৌথ প্রযোজনায় 'টনিক' তৈরি করছেন দেব। করোনার জেরে বহুদিন ধরে ছবি মুক্তি আটকে ছিল। অবশেষে এই ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘টনিক'। বেঙ্গল টকিজ এবং দেব ভেঞ্চার্স প্রযোজিত টনিক মুক্তি পেতে চলেছে সিনেমাহলে। পরিচালক অভিজিত সেনের ডেবিউ ছবি টনিক। ইচ্ছে ডানার ওপর ভর করে ছবির টিজারে পাহাড়ি রাস্তা, ঝরণা, নদী আর এক বৃদ্ধের গল্প উঠে এসেছে। যাঁর জীবনে রসদ যোগাতে সঙ্গী হয়ে টনিকের মতো কাজ করবেন দেব। উল্লেখ্য, ২৫ ডিসেম্বর অভিনেতা দেবের জন্মদিন। তাই জন্মদিনের আগেই অনুরাগীদের জন্য বিশেষ উপহার হিসেবে পর্দায় ধরা দেবেন দেব। বলাই যায়, জন্মদিনের আগে অনুরাগীদের জন্য ‘টনিক’ হয়ে সারপ্রাইজ রাখতে চলেছেন অভিনেতা।