নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি সেনা চেকপোস্টে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় ২০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন মিলিটারি পুলিশ। অন্যজন বেসামরিক নাগরিক। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।দেশটির উত্তরাঞ্চলীয় ইনাতা স্বর্ণখনির কাছে মিলিটারি পুলিশের একটি চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে।২০১৫ সালে বুরকিনা ফাসোতে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে সশস্ত্র বাহিনীর ওপর যেসব হামলা হয়েছে রবিবারের হামলাটি তার মধ্যে ভয়াবহ ছিল।হামলার পর ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলাকে বর্বর ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী ম্যাক্সিম কোন।