নিজস্ব সংবাদদাতাঃ ‘অপরিকল্পিত’ ভাবে আফগানিস্তানে সেনা প্রত্যাহারের ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে এসেছে মার্কিন ফৌজ। আর সেই হাতিয়ারে বলীয়ান হয়েই এবার কাবুলের রাজপথে কুচকাওয়াজ করল তালিবান।
সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার কাবুলের রাজপথে আমেরিকার ফেলে যাওয়া হাতিয়ার নিয়ে কুচকাওয়াজ করে তালিবান জঙ্গিরা। তারা যে গেরিলা বাহিনী থেকে পুরোদস্তুর ফৌজ হয়ে উঠেছে সেই বার্তা দিতেই এই পদক্ষেপ করেছে জেহাদিরা বলে মত বিশ্লেষকদের।
এদিনের কুচকাওয়াজে কয়েক ডজন এম১১৭ মার্কিন সাঁজোয়া গাড়ি, এম৪ রাইফেল ও এমআই-১৭ হেলিকপ্টার প্রদর্শন করে জঙ্গিরা। তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতোল্লা খাওরাজমি জানিয়েছে, ডিফেন্স অ্যাকাডেমি থেকে ২৫০ জন নতুন সৈন্যর পাসআউট অনুষ্ঠান উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল।