নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের ওপর দীর্ঘদিনের নজর চিনের । তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়ে আসায় তাইওয়ানকে ঠিক বাগে আনতে পারছে না বেজিং। ফলে তাইওয়ান নিয়ে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন । আজ এই হাইভোল্টেজ ও হাই লেভেল বৈঠকটি হতে চলেছে, যার ওপর নজর রয়েছে গোটা বিশ্বের।
এই বৈঠকে তাইওয়ান ইস্যু যেমন জায়গা পাচ্ছে, তেমনই উঠে আসবে জলবায়ু পরিবর্তন থেকে মানবাধিকার রক্ষার প্রসঙ্গও। বৈঠকে তাইওয়ানের কাছে চিনের সামরিক তৎপরতা, মানবাধিকার রক্ষা পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়ে সহযোগিতার বিষয়ে নানা দ্বিমত তৈরি হওয়া নিয়ে কথা হবে বৈঠকে।