নিজস্ব সংবাদদাতা : গোমাতাদের জন্য অভাবনীয় ভাবনা যোগী আদিত্যনাথ সরকারের। তাদের জন্য শীঘ্রই শুরু হতে চলেছে অ্যাম্বুলেন্স পরিষেবা। উত্তরপ্রদেশই প্রথম রাজ্য যেখানে গরুদের অসুস্থতার কথা ভেবে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুর লগ্নে ৫১৫টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। গুরুতর রোগে গোমাতারা আক্রান্ত হলে ফোন করতে হবে জরুরী পরিষেবা নম্বর (১১২)-এ। আর তারপরই পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। অভিযোগ পাওয়ার জন্য লখনউতে একটি কল সেন্টার স্থাপন করা হবে। এছাড়াও উচ্চ মানের বীর্য বং ভ্রূণ প্রতিস্থাপন প্রযুক্তির দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে যাতে তা সরকারি প্রকল্পের সহায়ক হয়ে উঠতে পারে। যাতে তা সরকারি প্রল্পের সহায়ক হয়ে উঠতে পারে। বেশি পরিমাণে দুধ উৎপাদন হলে ডেয়ারি শিল্পের উন্নতি ঘটবে। ব্যবসায়ীদেরও মান ভালো হবে। এমনই চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে যোগী সরকার।