তৈরি হয়েছে নিম্নচাপ, ভাসবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ

author-image
Harmeet
New Update
তৈরি হয়েছে নিম্নচাপ, ভাসবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ

নিজস্ব সংবাদদাতাঃ ফের হাওয়া বদল। রাতারাতি গায়েব হয়েছে শীতের আমেজ। ১২ নভেম্বর কলকাতায় চারদিনে ৪ ডিগ্রি বেড়েছিল তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপাতত রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে পূবালি বাতাস। তার দাপটে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তৈরি হচ্ছে মেঘপুঞ্জ।


এর প্রভাবে গতকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও আজ সারাদিন ধরে চলবে বৃষ্টি ।