ডার্বি ঝড়ে বাংলা

author-image
Harmeet
New Update
ডার্বি ঝড়ে বাংলা



নিজস্ব সংবাদদাতাঃ ডার্বি ঝড়ে কাঁপছে বাংলা। সামনেই আইএসএল। প্রথম ম্যাচ আরম্ভ হতে চলেছে কেরালা ব্লাস্টার্স বনাম মোহনবাগান নিয়ে। আর ২৭শে নভেম্বর মাঠে নামতে চলেছে বাংলার চির আবেগ, মোহনবাগান- ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই নেট পাড়ায় কড়চা শুরু হয়ে গিয়েছে লাল-হলুদ না সবুজ-মেরুন কে হবে সেদিনের মাঠের রাজা, সেই নিয়ে। তার উপর খেলা ঢুকে পড়েছে ইতিমধ্যে বাঙালির রান্না ঘরেও। ইলিশ ও চিংড়ির জমজমাটি যুদ্ধে নেটপাড়া প্রহর গুনছে ২৭শে নভেম্বরের অপেক্ষায়।