নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশ সফর করবেন আজ এবং বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে সোমবার আদিবাসী সম্প্রদায়ের কল্যাণের জন্য বেশ কয়েকটি উদ্যোগের সূচনা করবেন, যা কেন্দ্র জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপন করছে। এছাড়াও শহরে তার সফরের সময়, প্রধানমন্ত্রী পুনঃবিকশিত রানি কমলাপতি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন এবং মধ্যপ্রদেশে ভারতীয় রেলওয়ের একাধিক উদ্যোগ চালু করবেন।প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি রাজ্যের রাজধানী ভোপালের জাম্বরি ময়দানে জনজাতীয় গৌরব দিবস মহাসম্মেলনে অংশ নেবেন এবং মধ্যপ্রদেশে রেশন 'আপকে গ্রাম' প্রকল্প চালু করবেন।