নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের জেরে দক্ষিণ থেকে শীতের আমেজ ক'দিন কিছুটা কমবে। তবে ঠান্ডা হাওয়া থাকবে এই সময়ে। এদিকে দক্ষিণে আকাশের মুখ ভার থাকলেও উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ।