নিজস্ব সংবাদদাতাঃ নিজেদের অস্ত্রাগারকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর ভারত। সেনা সূত্রে খবর, ভারতীয় সেনাবাহিনী ১,৭৫০ টি ফিউচারিস্টিক ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল, ৩৫০ টি লাইট ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করছে। শত্রুট্যাঙ্ক ধ্বংস এবং সেনা বহনের জন্য মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় ১,৭৫০ টি ফিউচারিস্টিক ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল (এফআইসিভি) অধিগ্রহণের স্পেসিফিকেশন চূড়ান্ত করার জন্য ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবার আরএফআই জারি করেছে। ভারতীয় সেনাবাহিনী বলছে যে তারা মরুভূমি এবং ভূখণ্ডের পাশাপাশি পূর্ব লাদাখের মতো জায়গায় যানবাহন মোতায়েন করতে চায়।
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm