রাহুল পাসওয়ান, আসানসোল : কয়েকদিন আগে আসানসোল পৌরনিগমের নির্দেশ জারি করা হয়েছিল যে, বরাকর বাজারে অবৈধভাবে ফুটপাত বা রাস্তার উপর দখল করে দোকান পাট বা দোকানের আসবাবপত্র রাখা হতো, যার ফলে পথচারীদের রাস্তায় ও ফুটপাতে চলাফেরা করতে অসুবিধা হচ্ছিল! আর এই অসুবিধার অভিযোগ পাওয়ার পরে আসানসোল পৌর নিগমের বোর্ডের সদস্য চন্দ্রশেখর কুন্ডুর নেতৃত্বে চলতি মাসের ৮ নভেম্বর বরাকর বাজারে অবৈধ ভাবে ফুটপাত দখল করে রাখা সব দোকানপাটগুলি সরানোর সময় বেঁধে দেওয়া হয়! আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে রবিবার মধ্য রাত্রির পর্যন্ত সেই সব অবৈধ ভাবে দখল করে থাকা দোকান পাট সরানোর সময় সীমা দেওয়া হয়েছিল! সেইমতো অনেক দোকানদার কিন্তু নির্দিষ্ট সময়ের আগে দোকানপাট সরিয়ে নেওয়ায় রাস্তার ফুটপাত ও হাইড্রেনের উপর দখল করে থাকা এলাকা পরিষ্কার হয়েছে! এই বিষয়ে আসানসোল পৌরনিগমের পৌর বোর্ড সদস্য চন্দ্র শেখর কুণ্ডু আসানসোল পৌরনিগমের নির্দেশ মতো সময়ের আগে রাস্তার ফুটপাতে থাকা দোকানপাট সরানোর জন্য ধন্যবাদ জানান! কিন্তু বেশ কিছু বড় দোকানদাররা তাঁদের সামনের কিছু অংশ রাস্তার হাইড্রেন পযন্ত বাড়িয়ে রেখেছে। তাদের উদ্দেশ্যে বলেন যে তাড়াতড়ি যেন ঐ দোকানপাট সরানোর হয়, নচেৎ আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আসানসোল পৌরনিগম থেকে। কারণ জ্যামের জন্য অনেক সময় অ্যাম্বুলেন্স আটকে পরে বলেও অভিযোগ আসছিল। তাই মানুষের স্বার্থে দোকানপাট সরানোর কথা বলেন নির্দিষ্ট সময় মতো! চলছে মাইকিং।