নিজস্ব সংবাদদাতাঃ ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পরে ফের আইসিসি ইভেন্টের খেতাবি লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া। এবার নিউজিল্যান্ডের সামনে সুযোগ রয়েছে হিসাব বরাবর করার। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড অবশ্য আইসিসি ইভেন্টে ধারাবাহিকতা দেখিয়েছে। তাঁরা ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ওঠে। কয়েক মাস আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তোলে নিউজিল্যান্ড। সেদিক থেকে দেখলে অস্ট্রেলিয়া শেষবার আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠে ২০১৫ সালেই। দীর্ঘ ৬ বছর পর ফের ট্রফি জয়ের হাতছানি রয়েছে অজিদের সামনে। এখন দেখার যে, এবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ হাসি হাসে কোন দল। দুবাইয়ে যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন, নতুন টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন পাবে ক্রিকেটবিশ্ব।