রাহুল পাসওয়ান, আসানসোল : অতিমারী করোনা সংক্রমণ একদিকে যেমন সাধারণ মানুষের বাইরের পৃথিবীতে গতিবিধি নিয়ন্ত্রণ করেছে, একাকিত্বের স্বাদ এনে দিয়েছে,তেমনই মানুষকে বেশ কিছুটা অন্তরমুখীও করে তুলেছে ৷ এরফলে বেশিরভাগ মানুষ যেমন কিছুটা হতাশায় ভুগেছেন, তেমনই কেউ কেউ নিজের আত্মশক্তিকে জগিয়ে তুলে নিজের ভিতরে সুপ্ত থাকা শিল্পী সত্ত্বায় ভর করে নতুন নতুন সৃষ্টিতে মেতে উঠেছেন ৷ আসানসোলের অরিবিন্দ পল্লী মহিশীলাতে তেমনই এক কিশোরের সন্ধান পাওয়া গেল ৷ নাম অপূর্ব দত্ত ৷ আসানসোল মহিশীলা বয়েজ স্কুলের নবম শ্রেণির ছাত্র ৷ করোনা সংক্রমণ কালে দীর্ঘ লকডাউন পর্যায়ে যখন স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় বাইরের পৃথিবীতে প্রকৃতির কোলে খেলাধুলোর অভ্যেস, বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ছুটে যাওয়া , ঠিক তখনই নিজের ঘরের কোনে বসে একমনে নানান শিল্প কর্ম গড়ে তোলার নেশায় মেতে ওঠে অপূর্ব ৷ লেখাপড়া শেষ করে অবসর সময় ইউটিউব চালিয়ে নিজের চেষ্টাতেই চক পেন্সিল ও গাছের পাতা এবং চাল পাথর কাঠের টুকরো কেটে ভাস্কর্য তৈরি করা থেকে পাতার ওপরে চিত্র নির্মাণের কাজ শিখেছে সে ৷ প্রাথমিক পর্যায়ে ড্রয়িং এর নেশা তাকে এই নতুন শিল্পকর্মগুলি শিখতে উদ্বুদ্ধ করে ৷ তবে এই বিষয়ে হাতে কলমে শিখিয়ে দেওয়ার মত তার কোনো শিক্ষাগুরু নেই ৷ সেদিক থেকে বলা যেতে পারে নিজের ইচ্ছেতেই সব ৷ পরিবারে থাকা মা-বাবাই তার উৎসাহ দাতা ৷ এই বিষয়ে অপূর্বর মা, মৌসুমি দত্ত ও বাবা ভুবনেশ্বর দত্ত ছেলের এই শিল্পকর্ম নিয়ে আশা প্রকাশ করেছেন ৷ চাইছেন ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে ৷ তবে এই শহরে এই ধরণের কলার প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার মত শিক্ষকের অভাব রয়েছে।