নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরায় ফের বেলাগাম বিজেপি বিধায়ক। খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতেই তৃণমূল প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরার বিজেপি বিধায়কের বিরুদ্ধে। যা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির দলীয় কর্মীসভায় হাজির ছিলেন ত্রিপুরার বিধায়ক সুরজিৎ দত্ত। সেখানে বিজেপি প্রার্থীদের পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-ও। সেখানেই সুরজিৎ দত্তকে বলতে শোনা যায়, “বাইরে থেকে যারা আসবে, তাঁদের শুধু মার দিতে হবে। তৃণমূল প্রার্থীদের দেখলেই তাড়া কর। কোনও মার্সি নেই, কোনও কার্সি নেই।” অর্থাৎ সৌজন্য কিংবা ক্ষমা নয়, বিরোধী দলের প্রার্থীদের উপর কার্যত হামলার হুমকি দিলেন বিজেপি বিধায়ক। তিনি আরও বলেন, “তৃণমূলকে একটুকরোও জমি ছাড়া যাবে না। ভোটবাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে। আমি তোমাদের জন্য করি। এবার তোমাদের আমাদের জন্য করতে হবে।”এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের অন্যতম মুখপাত্র বলেন, “ত্রিপুরায় জঙ্গলরাজ চালাচ্ছে বিজেপি। তাঁদের বিধায়কের এই মন্তব্য প্ররোচনামূলক। সুপ্রিম কোর্টের অবমাননা করেছে এই মন্তব্য। কারণ, আদালত অবাধ ও স্বচ্ছ ভোটের নির্দেশ দিয়েছে। বিষয়টি আদালতের নজরে আনা হবে। তবে এটা স্পষ্ট ত্রিপুরায় তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি।” এই ঘটনা থেকে প্রমাণিত দলের কর্মীরা আত্মবিশ্বাসী।”