অলিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণ করতে চলেছে 'বাংলার মেয়ে' প্রনতী

author-image
Harmeet
New Update
অলিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণ করতে চলেছে 'বাংলার মেয়ে' প্রনতী

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ ২০১৯ সালে এশিয়ান জিমনাস্টিক চাম্পিয়ানে ব্রোঞ্জ জিতলেও অলিম্পিকে যাওয়ার যাবতীয় যোগ্যতা অর্জন করে নিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার জিমনাস্টিয়ান প্রনতী নায়েক। ২৯ মে থেকে ১ জুন কোভিডের কারণে অলিম্পিক বাতিল হয়। অবশেষে সেই অলিম্পিকে  অংশগ্রহন করতে এবার জাপানে যাবে পিংলার প্রনতী।বর্তমানে কলকাতায় প্র‍্যাক্টিসে রয়েছে প্রনতী। আর এই খবর পরিবারের কানে পৌঁছতেই, রীতিমতো আনন্দিত বাড়ীর সদস্য থেকে স্থানীয়রা। ছোট বেলা থেকেই লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াতো প্রনতী। ইতিমধ্যেই জিমনাস্টিকে বহু দেশ বিদেশে অংশগ্রহন করেছেন তিনি। ঝুলিতে অনেক পুরস্কার রয়েছে। এই খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরাও আশাবাদী এবার মেয়ে ভারতের মুখ উজ্জ্বল করবে। শুনে নিন কী বলছে তাঁর পরিবার...



আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm 



অলিম্পিকে ভারতের হয়ে অংশগ্রহণ করতে চলেছে 'বাংলার মেয়ে' প্রনতী