সাংবাদিকের দগ্ধ দেহ উদ্ধার

author-image
Harmeet
New Update
সাংবাদিকের দগ্ধ দেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতাঃ এক সাংবাদিক তথা সমাজকর্মীর দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের মধুবনীতে। মৃতের নাম বুদ্ধিনাথ ঝা ওরফে অবিনাশ ঝা (২২)। শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়েছে বেতুনের কাছে জাতীয় সড়কের উপর। সূত্রের খবর অনুযায়ী, পেশায় সাংবাদিক বুদ্ধিনাথ ছিলেন এক জন সমাজকর্মীও। স্থানীয় একটি সংবাদমাধ্যমে কাজ করতেন তিনি। সম্প্রতি ফেসবুকে মেডিক্যাল ক্লিনিক নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল ওই ক্লিনিকগুলি ভুয়ো। সেই ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পরই এমন বেশ কয়েকটি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন। এখন প্রশ্ন উঠছে তবে কী ভুয়ো ক্লিনিকের পর্দা ফাঁস করার জন্যই এই পরিণতি?