নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি জঙ্গিরা মায়ানমার সীমান্তের কাছে অসম রাইফেলসের একটি কনভয়ে হামলা চালিয়ে একজন কর্নেল, তাঁর স্ত্রী, তাঁদের ৮ বছর বয়সী ছেলে সহ ৫ সৈন্যকে হত্যা করে। সেই হামলার দায় স্বীকার করে পিএলএ মণিপুরের অধীনে থাকা রেভোলিউশনারি পিপল'স ফ্রন্ট। এই হামলার ঘটনায় সেনার অবসরপ্রাপ্ত দুই শীর্ষ আধিকারিকের ধারণা, এই হামলার নেপথ্যে চিনা মদত থাকতে পারে।