গোমূত্র এবং গোবর নিয়ে নয়া তত্ত্ব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

author-image
Harmeet
New Update
গোমূত্র এবং গোবর নিয়ে নয়া তত্ত্ব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ  গোমূত্র এবং গোবরের হাত ধরে দেশের আর্থিক উন্নতি সম্ভব। এমনই দাবি করে বসলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, গরু, গোবর ও গোমূত্রেই লুকিয়ে রয়েছে আর্থিক উন্নতির চাবিকাঠি। শুধু প্রয়োজন সঠিক ভাবে প্রয়োগের। ভারতীয় পশু চিকিৎসক সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে শনিবার হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই গবাদি পশু এবং তার উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন তিনি। গরুদের রক্ষণাবেক্ষণের জন্য বহু গোয়াল ঘর তৈরি হয়েছে। কিন্তু এই গবাদি পশুর থেকে উপকারিতা পেতে হলে সমাজের প্রত্যেককেই অংশ নিতে হবে। সার্বিক উন্নতি এককভাবে কখনওই সম্ভব নয় বলেই মত মুখ্যমন্ত্রী। এর আগে একাধিকবার গোমূত্রের নানা উপকারিতার কথা তুলে ধরেছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। কখনও বলা হয়েছে, গোমূত্র পান করলে দূরে থাকে করোনা ভাইরাস। এমনকী ক্যানসার রোগীরাও সুস্থ হয়ে ওঠেন। বাংলার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘গরুর দুধে সোনা’ তত্ত্ব নিয়েও কম জলঘোলা হয়নি। আর এবার দেশের আর্থিক উন্নয়নের পথ বাতলে দিলেন শিবরাজ সিং চৌহান।