নিজস্ব সংবাদদাতাঃ পুরভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ত্রিপুরা। বাংলার তৃণমূল বিধায়ককে আশ্রয় দেওয়ায় হোটেল মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার নিন্দায় সরব হয়েছে ত্রিপুরার তৃণমূল নেতৃ্ত্ব। দলীয় মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, “হেরে গিয়েছে বুঝেই তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি। এবার হোটেল মালিকদেরও হুমকি দেওয়া হচ্ছে।” এবারের ঘটনাস্থল তেলিয়ামুড়া। সেখানকার এক হোটেলে রয়েছেন বাংলার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, বিধায়ক খোকন দাস-সহ একাধিক তৃণমূল নেতা। ত্রিপুরার পুরভোটে তৃণমূলের হয়ে প্রচার করতে গিয়েছেন তাঁরা। অভিযোগ, যে হোটেলে তাঁরা থাকছেন, সেখানকার মহিলা মালিককে হুমকি দিচ্ছে বিজেপি। বিধায়ককে হোটেল থেকে বের করে দিতে বলছে। শুক্রবার রাতে হোটেলে গিয়ে কিছু দুষ্কৃতী মালিককে হুমকি দেয় বলে খবর। আতঙ্কিত হোটেল মালিক তাঁদের রাখতে রাজি হননি। আপাতত কোনও হোটেল তাঁদের রাখতে রাজি হচ্ছে না বলে খবর।