নিজস্ব সংবাদদাতাঃ বিব্রতকর বা বিরক্তিকর অবস্থার সম্মুখীন হওয়া আমাদের রোজকার রুটিনের অংশ। কিন্তু কাজের জায়গায় এমন পরিস্থিতি সামলে ওঠাটাই বুদ্ধিমানের কাজ। তবে বিব্রত হয়ে পড়লে কে কেমন প্রতিক্রিয়া দেবেন তা জেনে রাখা ভালো । চলুন দেখে নেওয়া যাক রাশিচক্র আমাদের এ বিষয়ে সাহায্য করতে পারে কি না?
মেষ (Aries): বিব্রত ভাব কাটাতে মেষ জাতক-জাতিকারা সারা দিনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেন যাতে সহজেই মনোযোগ স্থানান্তরিত করা যায়।
আরও পড়ুন: বুক ফাটে তবু মুখ ফোটে না, ভালোবাসি বলতে হোঁচট খায় এই রাশির জাতক-জাতিকারা!
বৃষ (Taurus):বৃষরাশির জাতক-জাতিকারা এমন পরিস্থিতি কাটাতে সত্যি বিব্রত হয়ে পড়েন।
মিথুন (Gemini): এঁরা সাধারণত বিব্রত অবস্থায় পড়লে লজ্জা পেয়ে যান। চেষ্টা করেন বিষয়টিকে হেসে উড়িয়ে দিতে।
কর্কট (Cancer): কর্কট জাতক-জাতিকারা ইমোশনাল স্বভাবের হন। তাই বিব্রতকর অবস্থার সম্মুখীন হলে এঁরা ভেতরে ভেতরে প্রায় কেঁদেই ফেলেন। তবে বাইরে থেকে দেখে সেটা বোঝার উপায় নেই।
সিংহ (Leo): সিংহ জাতক-জাতিকারা বেশ আত্মবিশ্বাসী। কোনও রকম অস্বস্থিকর অবস্থায় পড়লে এঁরা আত্মবিশ্বাস ও মাধুর্যের সঙ্গে তা সহজ করে নেন।