শীতে সদ্যোজাত সন্তানের যত্ন নিন এই উপায়েই

author-image
Harmeet
New Update
শীতে সদ্যোজাত সন্তানের  যত্ন নিন এই উপায়েই

নিজস্ব সংবাদদাতাঃ বাচ্চাদের জন্য কিছু কেনার সময় অবশ্যই প্রডাক্টের লেবেল পড়ে নেবেন৷ মূলত কী কী উপাদান আছে, দেখে নিতে হবে৷ সালফেট, সিলিকন, কৃত্রিম গন্ধ বা প্যারাবিনের মতো ক্ষতিকর উপাদান থাকতে সেই জিনিস কখনওই শিশুর জন্য কিনবেন না ৷চিকিৎসকের নিষেধ না থাকলে শিশুকে নিয়মিত স্নান করাবেন৷ শিশুদের জন্য নির্ধারিত সাবান, শ্যাম্পু দিয়েই ঈষদুষ্ণ জলে স্নান করাবেন৷ মনে রাখবেন, যত কম রাসায়নিক, তত শিশুর ত্বকের জন্য উপকারী৷শিশুর ত্বক নরম ও কোমল রাখার জন্য নিয়মিত ময়শ্চরাইজ করে যেতে হবে৷ স্নানের পর ময়শ্চারাইজ করা হয়৷ শুষ্কতার এড়াতে গরমে লাইট লোশন এবং শীতে ক্রিম ব্যবহার করুন৷নারকেল তেল, ভিটামিন ই, আমন্ড অয়েল দিয়ে শিশুর ত্বক মালিশ করুন৷ ত্বকের পেলবভাব ও আর্দ্রতা ধরা থাকবে এর ফলে৷