ওষুধ কিনতে গিয়ে সমস্যায় রোগীর পরিজন

author-image
Harmeet
New Update
ওষুধ কিনতে গিয়ে সমস্যায় রোগীর পরিজন

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : হাসপাতালে পর্যাপ্ত ঔষধ নেই,হাতে স্লিপ ধরিয়ে বাইরে থেকে ঔষধ কেনার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে রোগীর পরিজনদের। ন্যায্য মূল্যের ঔষধ দোকানেও মিলছে না সব ঔষধ। বেশি দাম দিয়ে বাইরে থেকে ওষুধ কিনতে চরম বিপাকে পড়ছেন ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীর পরিজনেরা।
এমনই অভিযোগ। বেশ কয়েকদিন ধরেই ঘাটাল মহকুমা হাসপাতাল সহ ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওষুধ কিনতে নাভিঃশ্বাস পড়ছে। অভিযোগ,হাসপাতাল থেকে বেশিরভাগ ঔষধের স্লিপ দিয়ে বাইরে কেনার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাসপাতাল চত্বরেই রয়েছে ন্যায্যমূল্যের ঔষধ দোকান। ন্যায্য মূল্যের ঔষধ দোকান থেকেও পাওয়া যাচ্ছেনা সব ঔষধ। বাইরে থেকে ঔষধ কিনতে চরম আর্থিক সমস্যায় পড়ছেন হাসপাতালে ভর্তি রোগীর পরিজনরা। ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সম্রাট রায়চৌধুরী ক্যামেরার সামনে কিছু বলতে চাননি,তবে তিনি মেনে নিয়েছেন হাসপাতালে মেডিসিন নিয়ে সমস্যার কথা। তিনি এও জানিয়েছেন,ঠিকাদারি সংস্থাকে ওষুধের বরাদ্দ দেওয়া হয়েছে তারা সময় পেরিয়ে গেলেও ঔষধ সাপ্লাই করছে না তাই এই সমস্যা।