নিজস্ব সংবাদদাতাঃ এবার মণিপুরের চুরাচন্দ্রপুর জেলায় অসম রাইফেলসের কনভয়ে হামলা চালালো জঙ্গিরা। তাঁর জেরে শহিদ হয়েছেন এক কমান্ডিং অফিসার–সহ ৪ জওয়ান। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হামলা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে দেশে। এটাকে জঘন্যভাবে আক্রমণ বলে সম্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই হামলার ঘটনার পর মুখ্যমন্ত্রী ট্যুইটারে লেখেন, ‘মণিপুরে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে অসম রাইফেলসের ৪৬ ব্যাটেলিয়নের উপর। জঙ্গিদের এই আক্রমণের তীব্র নিন্দা করছি। এটা জানতে পেরে আমি বেদনাহত হয়েছি যে আমাদের পাঁচ সাহসী সেনা প্রাণ হারিয়েছেন। আর সেনার পরিবারও প্রাণ হারিয়েছেন। আমার সমবেদনা রইল তাঁদের পরিবারের কাছে। গোটা জাতি সুবিচারের অপেক্ষা করছে।’