নিজস্ব সংবাদদাতাঃ চাকরি ছাড়ার ধুম পড়ে গিয়েছে আমেরিকায়।শুক্রবার মার্কিন শ্রম দপ্তরের তরফে জানানো হয়েছে, কেবল সেপ্টেম্বরেই চাকরি ছেড়েছেন প্রায় ৪৪ লক্ষ মানুষ। আগস্টে চাকরি ছেড়েছিলেন ৪৩ লক্ষ মানুষ। সেই হিসেবকেও টপকে গিয়েছে সেপ্টেম্বর। যার ফলে আমেরিকায় কর্মক্ষেত্রে মোট শূন্যপদ ১ কোটি ৪ লক্ষতে পৌঁছেছে। আসলে কর্মীদের আত্মবিশ্বাস এতটাই বেড়ে গিয়েছে যে তাঁরা হাতের চাকরি অনায়াসে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন নতুন চাকরির জন্য। চাকরির বাজারের এই টালমাটালের পিছনে রয়েছে কর্মক্ষেত্রে আসা জোয়ার। ফলে বাড়তি বেতন কিংবা আরও ভাল কাজের পরিবেশের সন্ধানে মানুষ অনায়াসে চাকরি ছেড়ে দিচ্ছেন। সাম্প্রতিক পরিসংখ্যান থেকে পরিষ্কার, মার্কিনদের খরচ করার প্রবণতা বেড়েছে। অর্থনীতি ক্রমেই আরও বেশি করে চাঙ্গা হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শুক্রবার যে রিপোর্ট পেশ করা হয়েছে, সেখানে জানানো হয়েছে অক্টোবরে নতুন করে ৫ লক্ষ ৩১ হাজার চাকরি সৃষ্টি হয়েছে সেদেশে। বেকারত্বের হারও একলাফে ৪.৮ শতাংশ থেকে কমে ৪.৬ শতাংশে নেমে গিয়েছে। সব মিলিয়ে বাইডেনের আমলে সত্যিই এক ‘সুসময়ে’র মুখোমুখি আমেরিকা। অতিমারীর আগে যেখানে রেকর্ড সংখ্যক ৭৫ লক্ষ শূন্যপদে পৌঁছেছিল চাকরির বাজার, সেখানে এবার ১ কোটি ছাড়িয়ে গিয়েছে শূন্যপদ।