স্কুল খোলার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি

author-image
Harmeet
New Update
স্কুল খোলার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর :
রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ই নভেম্বর থেকে খুলবে স্কুল।তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে ঘাটালের স্কুলগুলিতে। ঘাটালের ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়,ঘাটাল মহকুমার প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। দীর্ঘ প্রায় দু'বছর করোনা আবহে বন্ধ ছিল স্কুলের পঠন পাঠন, স্কুলগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছিল। শনিবার সকালে দেখা গেল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় খোলার চুড়ান্ত প্রস্তুতি। ঘাটাল দমকল বিভাগের কর্মীরা বিদ্যাসাগর উচ্চবিদ্যালয় স্যানিটাইজেশনের কাজ করে। ঘাটাল মহকুমা প্রশাসন সূত্রে জানা যায়,দমকল কর্মীদের দিয়ে ঘাটালের স্কুলগুলকে জীবাণুমুক্ত করার কাজ চালানো হচ্ছে, এককথায় স্কুল খোলার চূড়ান্ত প্রস্তুতি দেখা যাচ্ছে ঘাটাল মহকুমার সমস্ত স্কুলগুলিতে। দীর্ঘ প্রায় দু'বছর পর খুলছে স্কুল। অনেকদিন পর স্কুলের বন্ধুর সাথে দেখা হবে। তাই খুবই আনন্দের মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরাও। ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ভূঁইয়া জানান,স্কুল খোলার আগে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে,আমরা প্রস্তুত সরকারি গাইডলাইন মেনে স্কুল খোলার জন্য। মাঝে আর দুটো দিন তারপরই খুলে যাবে দীর্ঘ দিন বন্ধ থাকা স্কুলের দরজা,মুখিয়ে রয়েছে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা।