নিম্নচাপের বৃষ্টি ঘুম কেড়েছে চাষীদের

author-image
Harmeet
New Update
নিম্নচাপের বৃষ্টি ঘুম কেড়েছে চাষীদের

দিগ্বিজয় মাহালী, চন্দ্রকোনা : মেঘলা আকাশ,যেকোন সময় নামবে বৃষ্টি,আবহাওয়ার খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় কৃষকরা। কোথাও চলছে পাকা ধান কাটা তো আবার কোথাও আলু লাগানোর কাজ,এসময় নিম্নচাপের বৃষ্টিতে ঘুম উড়েছে চাষীদের। পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি প্রধান এলাকা,মূলত কৃষকরা আমন ধান,আলু সহ বিভিন্ন শাক সবজির উপর নির্ভরশীল। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বৎসর আবহাওয়ার খামখেয়ালিপনায় তারা চরম সমস্যায় পড়েছে। এমনিতেই এবছর লাগাতার বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই আবার প্রাকৃতিক দুর্যোগের সিঁদুরে মেঘ দেখছে কৃষকরা, এমনই জানাচ্ছেন তারা। কারণ অন্যান্য বছরের তুলনায় এই বৎসর আলু চাষে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তবুও কৃষকরা জলদি আলু চাষ করতে শুরু করেছিল। কিন্তু এই আবহাওয়ার খামখেয়ালিপনায় যদি বৃষ্টি হয় তাহলে সেই জলদি আলু চাষ আরও পিছিয়ে যাবে। এমনিতে বেশ কয়েক বছর ধরে আলু চাষীরা আলু চাষে লাভের মুখ দেখেনি,লাভবান হচ্ছে ব্যবসায়ীরা। কিন্তু কৃষকরা লাভের আশায় চাষ করলেও তারা লাভ পাচ্ছে না, সবথেকে দুশ্চিন্তা বাড়িয়েছে সদ্য বিদায় নেওয়া বর্ষা। বর্ষা কাটতে না কাটতেই কৃষকরা জমিকে চাষের উপযোগী করে নতুন ফসল লাগানোর আগে আবার দেখা দিয়েছে বৃষ্টির আশঙ্কা। এতেই চরম দুশ্চিন্তায় তারা,শুধু তাই নয় আবহাওয়ার এই পরিবর্তনের ফলে মাঠের পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। শনিবার সকাল থেকে আকাশের মুখভার ও হাল্কা বৃষ্টি শুরু হতেই এমনই তোড়জোড়ের ছবি দেখা গেলো চন্দ্রকোনা জুড়ে। কৃষকরা জানাচ্ছেন,ধান পুরো না পাকলেও মেশিন দিয়ে ধান কেটে বাড়িতে তুলে নিচ্ছে তারা। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে পাকা ধানে মই দেওয়া হবে এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে বলে দাবি চাষীদের। এককথায় নিম্নচাপের পূর্বাভাসে আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় চরম দুশ্চিন্তায় ঘাটাল মহকুমা সহ জেলার কৃষকরা।