নিজস্ব সংবাদদাতা : ২০২২ -এর ২৩ এপ্রিল রাজ্যে হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। বিজ্ঞপ্তি মারফৎ এমনটাই ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা হবে অফলাইনেই। পরীক্ষা দিতে হবে ওএমএআর শিটে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের কোর্সে ভর্তির জন্য নেওয়া হবে এই পরীক্ষা। তার আগে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে। তবে ফল ঘোষণা কবে তা জানানো হয়নি।