সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ালো প্রতিবেশী রাজ্য

author-image
Harmeet
New Update
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ালো প্রতিবেশী রাজ্য

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের পথে হাঁটলো ঝাড়খণ্ড। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বাড়ালো হেমন্ত সোরেনের সরকার। তাঁর ফলে এবার থেকে মূল বেতনের ৩১ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। হেমন্তের পৌরহিত্যে বৈঠকে বসে ঝাড়খণ্ডের মন্ত্রিসভা। বৈঠকের পর পশ্চিমবঙ্গের প্রতিবেশী ঝাড়খণ্ড সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স বর্তমানের ২৮ শতাংশ বাড়িয়ে ৩১ শতাংশ করা হবে। যা ২০২২ সালের ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে।’ তবে কেন্দ্র এবং অন্যান্য একাধিক রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালেও পশ্চিমবঙ্গ সরকারের কার্যত কোনও হেলদোল নেই বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দাবি, ক্রমশ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ডিএ ফারাক বেড়েই চলছে। একাধিকবার আদালতে ধাক্কা খেয়েও মহার্ঘ ভাতা বাড়াচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অবিলম্বে ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানো না হলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।