ভারতের দেওয়া খাদ্যসামগ্রী পেতে আগ্রহী তালিবান

author-image
Harmeet
New Update
ভারতের দেওয়া খাদ্যসামগ্রী পেতে আগ্রহী তালিবান

নিজস্ব সংবাদদাতাঃ  যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্ষমতায় ফিরেছে তালিবান। তবে গৃহযুদ্ধের জেরে কার্যত মাটিতে নুয়ে পড়েছে দেশটির অর্থনীতি। চরম রাজনৈতিক ডামাডোলে বিপর্যয় নেমে এসেছে সাধারণ মানুষের জীবনে। দেখা দিয়েছে প্রবল খাদ্য সংকট। এহেন পরিস্থিতিতে দুস্থ আফগানদের জন্য খাদ্যসামগ্রী পাঠাতে তৎপর হয়েছে ভারত। কিন্তু এই চেষ্টায় বাদ সাধছে পাকিস্তান। পণ্য সরবরাহের জন্য পথ খুলছে না ইসলামাবাদ। কিন্তু বিপদের মুখে এবার ভারতের খাদ্যসামগ্রী পেতে মরিয়া আফগানিস্তান ইমরান খানের সরকারের উপর চাপ বাড়াচ্ছে বলে খবর। ভারত থেকে গম পেতে ইচ্ছুক তালিবান। তাই পণ্য সরবরাহের জন্য পথ খুলে দেওয়ার আরজি জানিয়ে ইমরান খানের সরকারের উপর চাপ বাড়িয়েছে তাঁরা। ফলে সেই প্রস্তাবে সায় দিতে চলেছে ইসলামাবাদ। অর্থাৎ, এবার ভারত থেকে পণ্য বোঝাই ট্রাক পাকিস্তান হয়ে আফগানিস্তানে পৌঁছবে। ইমরান খান জানিয়েছেন, ‘ব্যতিক্রমী’ পদক্ষেপ হিসেবে ‘তালিবানের আবেদনে’ ভারত থেকে গম সরবরাহের বিষয়টি ইতিবাচক মনোভাব নিয়ে দেখা হবে। সহজ কথায়, এবার আখুন্দজাদাদের কথা ফেলতে না পেরে ভারতকে পণ্য পাঠাতে দিতে রাজি হয়েছেন পাক প্রধানমন্ত্রী।  কূটনীতির মঞ্চে এটা ভারতের বড় জয়। কারণ, কৌশলগত ভাবে সন্ত্রাসবাদের প্রসার রুখতে তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে নয়াদিল্লিকে। আর পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে খাদ্য পাঠিয়ে আফগান জনতার পাশে থাকার বার্তা দিয়েছে মোদি সরকার। তালিবানও বুঝতে পেরেছে ভারতের মতো সামরিক ও অর্থনৈতিক শক্তিকে চটিয়ে আখেরে তাঁদেরই লোকসান।