নিজস্ব সংবাদদাতাঃ
পলিসিস্টিক ওভারি কী?
পলিসিস্টিক ওভারি সাধারণ ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের(Ovary) থেকে আকারে সামান্য বড়ো হয় এবং এর মধ্যে ফলিকল্ বা ছোটো সিস্ট সংখ্যায় দ্বিগুন থাকে।
পলিসিস্টিক ওভারি সিনড্রোম-এর লক্ষণ কী কী?
পলিসিস্টিক ওভারি সিনড্রোম-এর লক্ষণগুলি হলঃ
- অনিয়মিত ঋতুচক্র বা ঋতু একেবারেই না হওয়া
- গর্ভধারণে সমস্যা (গর্ভধারণ ক্ষমতা হ্রাস পাওয়া)
- মুখে বা শরীরে(Body) সাধারণের তুলনায় বেশি রোম দেখা দেওয়া
- মাথার চুল পড়ে যাওয়া
- দ্রুতহারে অত্যধিক ওজন(Weight) বেড়ে যাওয়া এবং ওজন সহজে না কমা
- ত্বক(Skin) তৈলাক্ত হয়ে যাওয়া ও অ্যাকনের সমস্যা দেখা দেওয়া
- ডিপ্রেশন বা মানসিক চাপ ও ঘন ঘন মেজাজের পরিবর্তন অনুভব করা
প্রত্যেক মহিলার ক্ষেত্রে লক্ষণগুলি একইরকম ভাবে প্রকাশ পায় না। কারও ক্ষেত্রে কম আবার কারও ক্ষেত্রে খুব বেশি দেখা দেয়।
মহিলাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের একটি বড়ো কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম। ঋতু না হলেও সন্তানধারণ করা সম্ভব। যদি সন্তানধারণে বিলম্ব দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।