নিজস্ব সংবাদদাতাঃ আর ঠিক এক সপ্তাহ। তারপরই শুরু দেশের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট- ইন্ডিয়ান সুপার লিগ। গত মরসুমের মতো এ বছরও কোভিডবিধি মেনে শুধুমাত্র গোয়াতেই অনুষ্ঠিত হবে আইএসএল। গতবারের রানার্স আপ এটিকে মোহনবাগান টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। বাগান সুপারস্টার হুগো বোমাসও তৈরি নতুন মরসুমে সবুজ-মেরুন জার্সিতে আইএসএলে নিজের সেরাটা উজাড় করে দিতে। কেরালা ম্যাচের থেকেও বোমাসের ফোকাসে ডার্বি। নভেম্বরের ২৭ তারিখ আইএসএলের প্রথম ডার্বি । দেরিতে দলের সঙ্গে যোগ দিলেও বাগানের ফরাসি সুপারস্টারের যাবতীয় ভাবনা ডার্বিকে ঘিরেই। বোমাস বলছেন, ‘ডার্বির আবেগের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে চাই। প্রথম বার ভারতীয় ফুটবলের সেরা ডার্বি খেলবো। সেই অভিজ্ঞতার সঙ্গী হতে চাই। এই বড় ম্যাচের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করেছি। এই ডার্বির গুরুত্ব অনেক। এই ডার্বি জ্বরে আমিও আক্রান্ত। দুর্ভাগ্যবশত কোভিড পরিস্থিতির জন্য বড় ম্যাচে সমর্থকদের মাঠে পাবো না ঠিকই, কিন্তু মাঠে এ ধরণের ম্যাচ আমাকে উজ্জীবিত করবে। আমরা প্রত্যেকেই বড় ম্যাচের জন্য প্রস্তুত।’ এএফসি কাপের পর অনেকদিন প্যারিসে থাকলেও সেখানে ফিটনেস অনুশীলনের মধ্যেই ছিলেন বোমাস। তাই দেরিতে দলের সঙ্গে অনুশীলনে মানিয়ে নিতে কোনও সমস্যা হচ্ছে না তাঁর। গত বছর মুম্বই সিটি এফসির জার্সিতে চ্যাম্পিয়ন হয়েছেন। এবার এটিকে মোহনবাগানের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চান বাগানের ফরাসি সুপারস্টার।