নানুর বাম কর্মী বাদল হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে বাম কর্মীদের প্রতিবাদ

author-image
Harmeet
New Update
নানুর বাম কর্মী বাদল হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে বাম কর্মীদের প্রতিবাদ

হরি ঘোষ, আসানসোলঃ গত 8ই নভেম্বর বীরভূমের নানুর বাম কর্মী বাদল হত্যার প্রতিবাদে রাজ্যজুড়ে বাম কর্মীরা প্রতিবাদে নামেন, রাজ্যজুড়ে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়, রাজ্যজুড়ে বামেদের প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি শুক্রবার বিকেলে দুর্গাপুরের কোক ওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকরা, এদিন দুর্গাপুরের কোক ওভেন থানার সামনে বিক্ষোভ দেখানোর পর কোক ওভেন থানায় ডেপুটেশন জমা দেন বাম কর্মী সমর্থকরা, বাম কর্মী সমর্থকরা বলেন ৭ই নভেম্বর প্রতিবছরের মতো নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে বীরভূমের নানুর বাম কর্মী বাদল শেখ দলীয় পতাকা লাগিয়েছিলেন, এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন পরেরদিন তার ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাসস্ট্যান্ডে হামলা চালায় এবং তাকে মারধর করা হয় যার জেরে মৃত্যু হয় ৭২ বছর বয়সের বাদল শেখের, এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ও শাস্তির দাবিতে সরব হয়ে রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছেন বামকর্মীরা।