এ কী অবস্থা পাক ভক্তদের!

author-image
Harmeet
New Update
এ কী অবস্থা পাক ভক্তদের!


নিজস্ব সংবাদদাতাঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর সমর্থকদের মনের কী অবস্থা, তা একটি ভিডিয়ো পোস্ট করে বুঝিয়ে দিয়েছেন শোয়েব আখতার। বৃহস্পতিবার ম্যাচের পর শোয়েব একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে সালেহ নামে এক খুদে সমর্থক ম্যাচের পর হাউ হাউ করে কাঁদছে। টিভিতে তখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একে অপরে জড়িয়ে ধরছেন। কিন্তু ওই খুদে সমর্থককে কিছুতেই শান্ত করতে পারছে না তাঁর পরিবার।