আরিয়ানের জন্মদিনে জুহির অভিনব উপহার

author-image
Harmeet
New Update
আরিয়ানের জন্মদিনে জুহির অভিনব উপহার


নিজস্ব সংবাদদাতাঃ শাহরুখ-তনয়ের জন্মদিন বলে কথা। টুইটারে আরিয়ানকে লেখা শুভেচ্ছা-বার্তায় বেশ কয়েক বছর আগে তোলা একটি ছবি পোস্ট করেছেন জুহি। তাতে জুহির দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে আরিয়ানকে। বন্ধু-পুত্রকে জুহি লিখেছেন, ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ পুঁতব আমরা।’