রাহুল পাসওয়ান, আসানসোল : বেশ কয়েক মাস আগে কর্মচ্যূত হয়েছিলেন একটি বেসরকারি সংস্থা থেকে আর তারপরে মানসিক অবসাদে ভুগতে ভুগতে হঠাৎ মৃত্যু হয় গ্রেট ইস্টার্ন এনার্জি কোম্পানি লিমিটেডের রাজেশ পাল নামে এক কর্মীর। সংস্থার খামখেয়ালীপনার জন্যই মৃত্যু রাজেশের এমনই দাবি করে শুক্রবার গ্রেট ইস্টার্ন এনার্জি কোম্পানি লিমিটেডের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের লোক। প্রতিবেশীদের দাবি এই সংস্থার জন্য অনেক জমি দিয়েছিলেন রাজেশের বাবা তারই পরিপ্রেক্ষিতে রাজেশকে চাকরি দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে বেশ কয়েক মাস কাজ করার পর হঠাৎই বসিয়ে দেওয়া হয় তাকে আর তারপর থেকে শোকগ্রস্ত হয়ে শ্রাবণ মাসে মারা গিয়েছিলেন রাজেশের বাবা এবং মানসিক অবসাদে ভুগতে ভুগতে শুক্রবার ভোরে মৃত্যু হয় রাজেশের। আর তাই এই ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। পরিবারের তরফ থেকে যদিও বেশ কিছুক্ষন মৃতদেহ আগলে বসে থাকার পরও সংস্থার পক্ষ থেকে আধিকারিকেরা যোগাযোগ করার আশ্বাস দিলেও বেলা সাড়ে বারোটা পর্যন্ত তারা ঘটনাস্থলে না পৌঁছালে দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোক এবং এলাকাবাসীরা।