নিজস্ব সংবাদদাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হওয়ার পর সমর্থকদের প্রশ্ন ছিল, সঞ্জু স্যামসন কেন দলে নেই? এবার কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য জাতীয় নির্বাচকরা ভারতীয় স্কোয়াড ঘোষণা করার পর প্রশ্ন উঠছে, হনুমা বিহারী কেন দলে নেই? হনুমাকে টেস্ট দলে দেখতে না পাওয়ায় প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা, পারফর্ম্যান্সের কারণে বাদ পড়েছেন তিনি, এমনটা বলা যাবে না। অস্ট্রেলিয়া সফরে হনুমার লড়াকু মানসিকতা প্রশংসিত হয়। তারপরে ইংল্যান্ড সফরে সুযোগই পাননি তিনি। তাহলে কীসের ভিত্তিতে বাদ পড়লেন নির্ভরযোগ্য মিডলঅর্ডার ব্যাটসম্যান, নেই কোনও সদুত্তর। এমনকি ফিটনেসের জন্য হনুমাকে বাদ দেওয়া হয়েছে, এমন কোনও খবর নেই। হায়দ্রাবাদের তারকা ব্যাটসম্যান ফিট রয়েছেন। মুস্তাক আলিতে তিনি মন্দ ব্যাটিং করেননি। তাহলে কেন তিনি বাদ পড়লেন, সেটাই এখন বড়সড় ধাঁধা হয়ে দেখা দিয়েছে অনুরাগীদের সামনে। শোনা যাচ্ছে জাতীয় নির্বাচকরা হনুমাকে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয়-এ দলের সঙ্গে জুড়ে দিতে পারেন। আপাতত অনুরাগীদের প্রশ্ন, জাতীয় নির্বাচকরা কি সিডনিতে হনুমার লড়াই ভুলে গেলেন?