রাহুল পাসওয়ান, আসানসোল : এবার থেকে আসানসোল জেলা হাসপাতালেই বিনামূল্যে পাওয়া যাবে সিটি স্ক্যান পরিষেবা ৷ শুক্রবার আসানসোল জেলা হাসপাতালে এসএসকেএম হাসপাতাল ও স্বাস্থ্যবিভাগ থেকে চিকিৎসক উৎপলেন্দু দাস (চিফ রেডিওলোজিস্ট , এস এস কে এম) -এর নেতৃত্বে বিশেষজ্ঞের দল যন্ত্রাংশের পরিদর্শন করে যান ৷ এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, 'দীর্ঘদিন ধরেই আসানসোল জেলা হাসপাতাল থেকে এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা ছিল ৷ ২০১২ সাল থেকেই এই বিষয়ে উদ্যোগ শুরু হয় ৷ প্রথমে ঠিক করা হয় জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের পাশেই সিটি স্ক্যানের যন্ত্রাংশ বসানো হবে ৷ তবে ভারি যন্ত্রাংশ হওয়ায় পরে ঠিক হয় সুপার স্পেশালিটি হাসপাতালের নতুন ভবনেই এই যন্ত্রাংশ স্থাপনের ৷ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই পথচলা শুরু হওয়ায় ভালো লাগছে ৷'