নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেপ্তার শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে ‘কিষানদা’। গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী শীলা মারাণ্ডিও। শুক্রবার এমনই খবর মিলেছে পুলিশ সূত্রে। স্বাভাবিকভাবেই এই গ্রেপ্তারি মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ষাটোর্ধ্ব প্রশান্তবাবু যাদবপুরের বাসিন্দা ছিলেন। পরে অবশ্য হায়দ্রাবাদে থাকতেন তিনি। অসাধারণ বাচনিক ক্ষমতার জেরে সহজেই যুবসমাজের মন জয় করে ফেলতেন প্রশান্ত বসু। যুবসমাজের মগজধোলাই করে ক্যাডারদের দলে নেওয়াই ছিল তাঁর কাজ। লালগড়েও একাধিকবার কিষাণজির সঙ্গে এসে বৈঠক করেছিলেন কিষানদা। সিপিআই (মাওবাদী)-এর পলিটব্যুরোর সদস্য ছিলেন তিনি।