হরি ঘোষ, অন্ডাল : শুক্রবার সকাল থেকে অন্ডালের বাসকা উপস্বাস্থ্যকেন্দ্রে কোরোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াল। সকাল থেকেই ভ্যাকসিন নিতে ভিড় করেছিলেন প্রচুর পুরুষ ও মহিলা । তাঁদের মধ্যে ভ্যাকসিন নিতে আসা শাবানা পারভীন নামে এক মহিলা জানালেন,'সকাল থেকেই তারা ভ্যাকসিন নেবার জন্য লাইন দিয়েছিলেন বাসকা উপস্বাস্থ্যকেন্দ্রে।' তিনি জানান, বেলা এগারোটার পর উপস্বাস্থ্যকেন্দ্রের দিদিরা এসে জানায় যে আজ কোরোনা ভ্যাকসিন দেওয়া হবে না। খবর জানাজানি হতেই বিভ্রান্তি ছড়ায় উপস্বাস্থ্য কেন্দ্র জুড়ে।ভ্যাকসিন নিতে আসা অনেকের অভিযোগ উপস্বাস্থ্যকেন্দ্রে দিদিরা সু ব্যবহার করছেন না স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের সাথে । ঘটনার খবর জানাজানি হতেই উপস্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে আসেন অন্ডাল বিডিও সুদীপ্ত বিশ্বাস।
এ ব্যাপারে খাঁদরা অন্ডাল উখরা ব্লক স্বাস্থ্য আধিকারিক পরিতোষ সোরেন জানান , হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে আজ বাসকা উপস্বাস্থ্যকেন্দ্রে কোরোনা ভ্যাকসিন দেওয়ার তারিখ নয়। আজ অর্থাৎ শুক্রবার ওই স্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাদের টিকা দেওয়ার কাজ চলছে, মানুষ ভুল বুঝেই স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করেছেন। অন্যদিকে ভ্যাকসিন নিতে আসা লোকেরা অভিযোগ করেন যদি কোরোনা ভ্যাকসিন দেওয়ার তারিখ শুক্রবার নয় তাহলে কোনো নোটিশ আগে থেকে কেন টাঙানো হল না উপস্বাস্থ্যকেন্দ্রে ? নোটিশ টাঙানো থাকলে শুধু শুধু মানুষকে আজ হয়রানি হতে হতো না । তবে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান,আজ বাসকা উপস্বাস্থ্যকেন্দ্রে বাচ্চাদের রুটিন ইমুনাইজার টিকা দেওয়ার কাজ চলছে, করোনা ভ্যাকসিন আজ ওখানে দেওয়ার কথা নয়। তবে তিনি জানান বিডিও সাহেবের সাথে কথা বলে আগামী শনিবার ভ্যাকসিন দেওয়ার কাজ করবেন।