গ্রপ শীর্ষে থেকেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো ব্রাজিল

author-image
Harmeet
New Update
গ্রপ শীর্ষে থেকেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো ব্রাজিল

নিজস্ব সংবাদদাতাঃ ১২ ম্যাচ, ১১ জয়, ২৭টি গোল করে ও মাত্র চারটি গোল হজম করে অসামান্য পরিসংখ্যানের সঙ্গে প্রথম লাতিন আমিরকান দল হিসেবে পরের বছর কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করলো ব্রাজিল। কলম্বিয়াকে বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচে ১-০ হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনার মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপের টিকিট পাকা করলো সেলেসাওরা। বৃষ্টিস্নাত ম্যাচে দুই দলই এক ফিজিকাল ম্যাচ খেলে যার মধ্যে ৪৪টা ফাউল এবং সাতটি হলুদ কার্ড দেখা যায়। চেনা ছন্দে কোনো দলকেই দেখা না গেলেও কলম্বিয়ার হয়ে উইলমার বারোস ও ডুভান জাপাটারের শট ব্রাজিল গোলের ওপর দিয়ে চলে যায় এবং ব্রাজিলের হয়ে অল্পের জন্য মার্কুইনসের হেডারও পোস্টের বাইরে যায়। ম্যাচের ভাগ্য বদলাতে ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টনি এবং ম্যাথিয়াস কুনিয়াকে দ্বিতীয়ার্ধে নামান ব্রাজিল কোচ তিতে। অবশেষে ৭২ মিনিটে নেইমারের পাস থেকে প্রত্যাশিত দুরন্ত স্কিল দেখিয়ে কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনাকে পরাস্ত করতে সক্ষম হন লুকাস পাকুইতা। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয়ী হয় ব্রাজিল। অপরাজিত ব্রাজিল ৩৪ পয়েন্ট নিয়ে গ্রপ শীর্ষে থেকেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো। পরের ম্যাচে নেইমাররা মুখোমুখি হবেন আরেক অপরাজিত দল আর্জেন্তিনার।