নিজস্ব সংবাদদাতা : দুর্নীতি আটকাতে 'এক ব্যক্তি এক পদ' নীতি চালু করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে রাজ্যের মন্ত্রীসভায় সেই নিয়ম কেন প্রযোজ্য হচ্ছে না উঠছে সেই প্রশ্নই। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রাজ্য অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগমের (এসেনশিয়াল কমোডিটিজ় সাপ্লাই কর্পোরেশন) চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। সাধারণত খাদ্যমন্ত্রীই এই দায়িত্ব পয়ে থাকেন। খাদ্যমন্ত্রী থাকাকালীন ২০১২-১৬ পর্যন্ত ওই চেয়ারে বসেছেন জ্যোতিপ্রিয় মল্লিকও। প্রথা পরিবর্তন হওয়ায় চটেছে বিরোধীরা।